খেলার নিয়ম


ওয়ার্ড স্টার খেলার নিয়ম কি?

  • অসংগঠিত বর্ণ আসবে, বর্ণগুলো সাজিয়ে ক্রমান্বয়ে জায়গামতো বসালে একটি শব্দ হবে।
  • খেলায় তিনটি লেভেল রয়েছে:
    • প্রথম লেভেলে ৩ বর্ণের শব্দ,
    • দ্বিতীয় লেভেলে ৪ বর্ণের শব্দ,
    • তৃতীয় লেভেলে ৫ বর্ণের শব্দ মিলাতে হবে।
  • প্রত্যেক লেভেলে ২টি করে শব্দ মিলানোর পর পরবর্তী লেভেলে যাওয়া যাবে।
  • সবগুলো লেভেল শেষ করলেই খেলা শেষ হবে এবং ইউজারের যেই সময় লেগেছে, সেটাই হবে তার স্কোর। যাদের যত কম সময় লাগবে, তাদের স্কোর লিডারবোর্ডে তত উপরের দিকে থাকবে।
  • কোন ইউজার যদি শব্দ মিলানোর ক্ষেত্রে যেই বর্ণগুলো দেওয়া আছে, সেগুলো দিয়ে কোন শব্দ হবে সেটি অনুমান করতে না পারে, তখন Reset বাটনে ক্লিক করলে নতুন একটি শব্দ মিলানোর সুযোগ পাওয়া যাবে।
  • প্রথম লেভেল:
    • প্রত্যেক শব্দ মিলানোর জন্য ১৫ সেকেন্ড করে দুই রাউন্ড সুযোগ দেওয়া হয়।
    • যদি ইউজার শব্দ মিলানোর কোন চেষ্টাও না করে, তবে ১৫ সেকেন্ডের দুই রাউন্ডের পর খেলা শেষ হয়ে যাবে।
    • ইউজার যদি ভুল শব্দ মিলায়, তবে ১৫ সেকেন্ডের রাউন্ড আবার নতুন করে শুরু হবে।
    • Reset বাটনে ক্লিক করলেও ১৫ সেকেন্ডের রাউন্ড আবার নতুন করে শুরু হবে।
  • দ্বিতীয় লেভেল:
    • প্রত্যেক শব্দ মিলানোর জন্য ২০ সেকেন্ড করে দুই রাউন্ড সুযোগ দেওয়া হয়।
    • যদি ইউজার শব্দ মিলানোর কোন চেষ্টাও না করে, তবে ২০ সেকেন্ডের দুই রাউন্ডের পর খেলা শেষ হয়ে যাবে।
    • ইউজার যদি ভুল শব্দ মিলায়, তবে ২০ সেকেন্ডের রাউন্ড আবার নতুন করে শুরু হবে।
    • Reset বাটনে ক্লিক করলেও ২০ সেকেন্ডের রাউন্ড আবার নতুন করে শুরু হবে।
  • তৃতীয় লেভেল:
    • প্রত্যেক শব্দ মিলানোর জন্য ৩০ সেকেন্ড করে দুই রাউন্ড সুযোগ দেওয়া হয়।
    • যদি ইউজার শব্দ মিলানোর কোন চেষ্টাও না করে, তবে ৩০ সেকেন্ডের দুই রাউন্ডের পর খেলা শেষ হয়ে যাবে।
    • ইউজার যদি ভুল শব্দ মিলায়, তবে ৩০ সেকেন্ডের রাউন্ড আবার নতুন করে শুরু হবে।
    • Reset বাটনে ক্লিক করলেও ৩০ সেকেন্ডের রাউন্ড আবার নতুন করে শুরু হবে।