ওয়ার্ড স্টার খেলার নিয়ম কি?
- • অসংগঠিত কিছু শব্দ আসবে। বর্ণ গুলো ঠিক যায়গা মত বসালে একটি শব্দ হবে।
- • শব্দ সংগঠনের সময় কোন বর্ণ যদি সঠিক যায়গায় বসে যায় তাহলে বর্ণের চারপাশে একটি সবুজ লাইন দেখা যাবে।
- • যখন একটি অসংগঠিত শব্দ আসবে তখন কখনও কখনও এক বা একাধিক বর্ণ সঠিক যায়গায় ইতিমধ্যেই থাকতে পারে এবং সেই বর্ণটির বা বর্ণগুলোর চারপাশে সবুজ লাইন দেখাবে।
- • সবগুলো বর্ণ সঠিক যায়গায় বসলে শব্দ সংঘটিত হয়ে যাবে এবং পরবর্তী অসংগঠিত শব্দ চলে আসবে।
- • একটি শব্দ সংগঠনের জন্য সময় ৩০ সেকেন্ড। ৩০ সেকেন্ডের মধ্যে সংগঠন করতে না পারলে পরবর্তী অসংগঠিত শব্দ চলে আসবে।
- • প্রথমে ৩ বর্ণের শব্দ আসবে। প্রথম ১০ টি শব্দ মিলাতে পারলে ৪ বর্ণের শব্দ আসবে। ১০ টি শব্দ মিলাতে পারলে ৫ বর্ণের শব্দ আসবে। ১০ টি শব্দ মিলাতে পারলে ৬ বর্ণের শব্দ আসবে।